গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১১:৪৬ পিএম

বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনে শিক্ষার্থীদের ৬০০ টাকা করে দিতে হবে।

চূড়ান্ত আবেদনে ৫০০ টাকা নেয়ার কথা থাকলেও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে গঠিত ভর্তি কমিটির পঞ্চম সভায় আবেদন ফি ১০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়।

যোগ্যতা অনুযায়ী সব শিক্ষার্থী প্রাথমিক আবেদন করতে পারলেও একযোগে যতজন শিক্ষার্থীর পরীক্ষা নেয়া যাবে, মেধার ভিত্তিতে ততজন চূড়ান্ত আবেদনের সুযোগ পাবেন।

১৫ এপ্রিল রাত ১২টার মধ্যে শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন করতে হবে। চূড়ান্ত আবেদনের জন্য যোগ্য শিক্ষার্থীদের ফল জানানো হবে ২৩ এপ্রিল।

এরপর মনোনীতদের ২৪ এপ্রিল থেকে ২০ মে’র মধ্যে চূড়ান্ত আবেদন করতে হবে।

শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি দিতে পারবেন।

সমন্বিত ভর্তি কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কামালউদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপচার্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh