ভারতের নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবক বাংলাদেশে চিকিৎসাধীন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ০২:২৪ পিএম

গুলিবিদ্ধ যুবক মিলন মিয়া

গুলিবিদ্ধ যুবক মিলন মিয়া

ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানায় নির্বাচনী সহিংসতায় কারণে দেয়া কারফিউ চলাকালীন সময়ে বাড়ির বাইরে বের হওয়ায় চৌধুরীরহাট এলাকায় মিলন মিয়া নামের এক ভারতীয় যুবক গুলিবিদ্ধ হন। 

পরে গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে বাংলাদেশের অভ্যন্তরে কুড়িগ্রামে তার নানার বাড়িতে পাঠায়। 

গতকাল শনিবার (১০ এপ্রিল) রাতে গুলিবিদ্ধ মিলন মিয়া ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৪৬/৫ এস’র কাছে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় তার বাংলাদেমি আত্মীয়রা চিকিৎসা দেয়ার জন্য নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে নাগেশ্বরী থানা পুলিশ তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করায়। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম ও নাগেশ্বরী থানার অফিসার ইন চার্জ (ওসি) রওশন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

মিলন ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার শাহিদালের কুঠি গ্রামের জগু আলমের ছেলে। গুলিবিদ্ধ ওই যুবক বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. পুলক কুমার সরকার জানান, ভারতীয় ওই যুবক পাঁজরের ডানদিকে গুলিবিদ্ধ হয়েছে। ভোর ৪টায় তাকে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh