বড় দরপতনের পর সূচক ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ০৩:০১ পিএম

টানা দুইদিন বড় পতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। 

আজ সোমবার (১২ এপ্রিল) বিমাখাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ার পাশাপাশি ব্যাংক, বিদ্যুৎ ও জালানি, ওষুধ ও রসায়ন খাতের প্রায় সব খাতের শেয়ারের দাম বেড়েছে।

ফলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ২৫ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সূচকের উত্থানের মধ্য দিয়ে আজ পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। মাত্র ২৮ মিনিটে এদিন ডিএসইতে সূচক বাড়ে ৫৮ পয়েন্ট। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের ওঠানামা, যা অব্যাহত ছিল লেনদেনের শেষ সময় পর্যন্ত।

এদিন বিমা খাতের ৫০টি কোম্পানির মধ্যে ৪০টির দাম বেড়েছে, কমেছে সাতটির, আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। অর্থাৎ অধিকাংশ বিমা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তাতে দিন শেষে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। 

অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক বেড়েছে ৭ পয়েন্ট ও ডিএসইএস শরিয়াহ সূচক বেড়েছে ৫ পয়েন্ট।

ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ৫৫ লাখ ৩ হাজার টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ১১১টির ও অপরিবর্তিত ছিল ৭৬টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইতে দাম বাড়ার শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- সাভার রিফ্র্যাক্টরিজ, এমারেল্ড অয়েল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, আরএকে সিরামিক, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ফেডারেল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল লিমিটেড ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

লেনদেনের শীর্ষে রয়েছে- বেক্সিমকো, রবি আজিয়াটা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৮ লাখ ৯১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৪ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ৭৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh