কক্সবাজার বিমানবন্দর এলাকায় মিলল ২ হাজার গুলি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ০৭:০৫ পিএম | আপডেট: ১২ এপ্রিল ২০২১, ০৭:০৯ পিএম

কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে মেশিনগান, থ্রি নট থ্রি রাইফেল ও পিস্তলের ২ হাজার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উদ্ধার করা হয়। 

পুলিশের বরাতে জানা যায়, বিমান বন্দরের উন্নয়ন কাজের জন্য পার্শ্ববর্তী বাঁকখালী নদী ড্রেজিং করে মাটি এনে ভরাট করা হচ্ছিল। সেই মাটি ভরাট ও খুঁড়াখুঁড়ির একপর্যায়ে বস্তাভর্তি এসব গুলি দেখতে পেয়ে শ্রমিকরা বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে বিমান বাহিনীর কর্মকর্তারা হাজির হন ঘটনাস্থলে। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুই হাজার রাউন্ড গুলি উদ্ধার করে। গুলিগুলো অনেক পুরনো। ধারণা করা হচ্ছে, এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কিংবা ৫০/৬০ বছর আগের সময়ের গুলি। গুলির নমুনা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। রিপোর্ট আসলে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh