চাঁদপুরে ১ টন জাটকাসহ গ্রেফতার ৫

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ০৮:০২ পিএম | আপডেট: ১২ এপ্রিল ২০২১, ০৮:০৩ পিএম

চাঁদপুরে বিশেষ অভিযানে ১ টন জাটকা ইলিশসহ ৫জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।  এসময় অভিযানে জাটকা বহনকারী একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। 

সোমবার (১২ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গাছতলা ব্রিজ সংলগ্ন স্থানে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনে বরাতে জানা যায়, সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাকালে শহরের গাছতলা ব্রিজ সংলগ্ন স্থানে একটি পিক আপ ভ্যানে ১০০০ কেজি জাটকা মাছ পরিবহনরত অবস্থায় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত ৪ আসামিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়। আর বাকি ১ জনকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। 

পরে জব্দকৃত জাটকা মাছ এতিমখানা ও স্থানীয় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। 

এসময় কোস্টগার্ড স্টেশন কমান্ডার চাঁদপুর লে. এম আসাদুজ্জামান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো.ফারুক আহম্মেদ উপস্থিত ছিলেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh