পরিস্থিতি পর্যবেক্ষণ করে আদালত নিয়ে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ০৪:০১ পিএম

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ফাইল ছবি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ফাইল ছবি

করোনাভাইরাসের বিস্তার রোধে কঠোর বিধিনিষেধের সময় উচ্চ আদালতের বেঞ্চ বাড়ানো হবে না-কি সব আদালত বন্ধ ঘোষণা করা হবে, সে বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) আপিল বিভাগে মামলার শুনানির এক পর্যায়ের এ কথা বলেন তিনি। 

প্রধান বিচারপতি বলেন, দেশে ভার্চুয়াল আইন হওয়ায় কোর্ট চালানো যাচ্ছে। না হলে কোর্ট বন্ধ করে দিতে হতো। এখনো ভারত-পাকিস্তানে এ আইন হয়নি। আমরা দৈনিক পরিস্থিতি দেখছি, পর্যবেক্ষণ করছি। পরিস্থিতির আলোকে আমরা সিদ্ধান্ত নেব। 

এ সময় তিনি করোনা পরিস্থিতিতে আইনজীবীসহ সবাইকে সতর্ক থাকতে বলেন।

করোনা পরিস্থিতির মধ্যে হাইকোর্টের চারটি বেঞ্চ চালু রাখা হয়েছে। তবে বেঞ্চ বাড়ানোর দাবিতে আইনজীবীদের একাংশ মানববন্ধন ও মিছিল করে আসছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh