অসদাচরণের অভিযোগে উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ১১:৫০ পিএম

বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ এবং উপজেলার সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অনাস্থা প্রস্তাবের কারণে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই আকন্দকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই আকন্দ উপজেলার কর্মরত বিভিন্ন দফতরে কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন এবং তার বিরুদ্ধে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনাস্থা প্রস্তাব আনেন। যা বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং যেহেতু তিনি উপজেলা চেয়ারম্যান পদে থাকলেও উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হতে পারে যা সঠিকভাবে উপজেলা পরিষদের কার্যক্রম বাস্তবায়নে অচলাবস্থার সৃষ্টি ও জনস্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেহেতু সরকার জনস্বার্থে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এমতাবস্থায় ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন (২০১১ সালের সংশোধিত উপজেলা পরিষদ সংশোধন আইন) অনুযায়ী ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই আকন্দকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করার জন্য উপজেলা পরিষদের আর্থিক ক্ষমতা দেয়া হলো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh