স্বাস্থ্যসেবা বিভাগের সব প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ০৯:৪৫ এএম

করোনাভাইরাস সংক্রমণ রোধে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ চলাকালীন স্বাস্থ্যসেবা বিভাগের অধীনস্থ সব অধিদফতর, দফতর, প্রতিষ্ঠানের আওতাধীন সব হাসপাতাল, প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের অধীনস্থ সব অধিদফতরর, দফতর, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন ও স্বাস্থ্যবিধি মেনে স্ব-স্ব দায়িত্ব পালন করবেন।

করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে নতুন করে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটি কার্যকর হয়েছে আজ বুধবার (১৪ এপ্রিল) ভোর থেকে। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে।

এর আগে গত সোমবার (১২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এসময়ে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh