প্রবাসী কর্মীদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ০১:২৭ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে কঠোর বিধিনিষেধের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছেন প্রবাসী কর্মীরা। 

এ অবস্থায় তাদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

আগামীকাল বৃহস্পতিবার (১৯ এপ্রিল) নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেন, প্রবাসী কর্মীদের সমস্যা নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। আগামীকাল একটি বৈঠক আছে। সেখানে আশা করা যাচ্ছে সব চূড়ান্ত হবে।

মধ্যপ্রাচ্যের চারটি দেশ সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের জন্য এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh