কঠোর লকডাউনে জনশূন্য বরিশাল

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ০২:৩০ পিএম

দ্বিতীয় দফায় সারাদেশের সাথে বরিশালেও শুরু হয়েছে সাত দিনের কঠোর লকডাউন। বুধবার (১৪ এপ্রিল) শুরুর দিনেই বরিশালে যথার্থভাবে মানা হচ্ছে এ লকডাউন। ভোর থেকে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় নামতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আবার জরুরি পরিসেবা ব্যতীত বন্ধ রয়েছে সব ধরণের বিপণিবিতান ও গণপরিবহন চলাচল। রাস্তাঘাট জুড়েই শুধুই নিরবতা বিরাজ করছে।

এদিকে, যাদের একান্ত প্রয়োজন বা জরুরি চিকিৎসা সেবা নিতেও মানুষদের গন্তব্যে পায়ে হেঁটে পৌঁছতে দেখা গেছে। কোথাও কোথাও সীমিত পরিসরে রিকশা-মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। তবে তাও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে।


কোতোয়ালী মডের থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, করোনার ভয়াবহতায় সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে বরিশাল মেট্রোপলিটন পুলিশ মাঠে কাজ করছেন।

মানুষ যাতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়, সেদিকে পুলিশ লক্ষ্য রাখছে। যাদেরই সন্দেহ করা হচ্ছে, তাদের আন্তরিকতার সাথে বুঝিয়ে ঘরে ফিরিয়ে দেয়া হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh