নাইজারে স্কুলে অগ্নিকাণ্ডে ২০ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ০৩:২০ পিএম

নাইজারের রাজধানী নিয়ামিতে একটি স্কুলের কয়েকটি শ্রেণীকক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ শিশু প্রাণ হারিয়েছে। 

গতকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস এ কথা জানিয়েছে। 

ফায়ার সার্ভিস কমান্ডার সিদি মোহাম্মাদ সরকারি টেলিভিশনকে বলেন, খড়ের কুঁড়েঘরে আগুনের সূত্রপাত ঘটে তা ২১টি শ্রেণীকক্ষে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ শিশু আগুনের মধ্যে আটকা পড়ে।

তিনি আরো বলেন, দমকল কর্মীরা দ্রুততার সাথে অভিযান শুরু করে ও আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে আগুন এতো দ্রুত ছড়িয়ে পড়ে যে শিশুরা আর বের হতে পারেনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সরকারি টেলিভিশন পরিবেশিত খবরে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ আগুন ছড়িয়ে পড়ে। এ সময় শিশুরা শ্রেণীকক্ষের ভিতরে ছিল। অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

নাইজারের প্রধানমন্ত্রী উহোমোদো শিশুদের মা-বাবার প্রতি তার শোক জানাতে রাজধানীর উপকণ্ঠে সংঘটিত এ দুঃখজনক অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। -এএফপি


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh