করোনায় আক্রান্ত টেনিস তারকা মেদভেদেভ, ঝুঁকিতে নাদাল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ০৩:৪৪ পিএম

হঠাৎ করোনা পজিটিভ হয়ে আসন্ন মন্টে কার্লো মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের দ্বিতীয় সেরা টেনিস তারকা দানিল মেদভেদেভ। তার সাথে প্র্যাকটিস সেশনে অংশ নেয়ায় ঝুঁকিতে আছেন আরেক শীর্ষ তারকা স্প্যানিয়ার্ড রাফায়েল নাদালও। মেদভেদেভকে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। 

যদিও টেস্টে নেগেটিভ এসেছে নাদালের, কিন্তু এখনই ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না স্প্যানিশ টেনিস তারকাকে। তিনদিন পর ফের করোনা পরীক্ষা করে তারপর নিশ্চিত করা হবে তার ব্যাপারে।

হঠাৎ করোনা পজিটিভ হওয়ার খবরে বিস্মিত মেদভেদেভ বলেন, ‘মন্টে কার্লোতে অংশ নিতে না পারা আমার জন্য বড় এক হতাশার খবর। তবে এখন আমি সুস্থতার দিকেই মনোযোগ দিচ্ছি। যত দ্রুত সম্ভব ফিরতে চাই।’

এদিকে নাদালের মুখপাত্র বেনিতো পেরেজ-বার্বাদিলো সংবাদমাধ্যম ‘রয়টার্স’কে জানিয়েছেন, ৩৪ বছর বয়সী বিশ্বের তৃতীয় সেরা টেনিস তারকার শরীরে এখন পর্যন্ত কোনো ধরনের করোনার লক্ষণ নেই। তারপরও সতর্কতার জন্য তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পেরেজ বলেন, ‘নাদাল খুবই ভালো আছেন। তবে আমরা জানি, এই ভাইরাসের কোনো কিছুই তিন-চারদিনের আগে বোঝা যায় না। তিনদিন পর টেস্ট করা হবে আবার।’

রয়টার্স

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh