অ্যাস্ট্রাজেনেকার টিকা নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ০৬:২৬ পিএম

অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক। টিকা নেয়ার পর রক্ত জমাট বাঁধার অভিযোগের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি।

টিভি টু জানায়, শিগগিরই ডেনিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রেস ব্রিফিং করে সিদ্ধান্তের কথা জানাবে।

ইউরোপীয় ইউনিয়নের ড্রাগ ওয়াচডগ বলছে, গত সপ্তাহে টিকা গ্রহণের সাথে রক্ত জমাট বাঁধার সম্পর্ক খুঁজে পেয়েছে তারা।

গত মার্চে প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের ভ্যাকসিনের ব্যবহার নিষিদ্ধ করে ডেনমার্ক। এছাড়া রক্ত জমাট বাঁধার সাথে টিকার সম্ভাব্য সম্পৃক্ততার কারণে জনসন এন্ড জনসনের ভ্যাকসিনের ব্যবহার স্থগিত করে দেশটি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh