লকডাউনে সড়কে ঝরল এক পরিবারের ৪ জনের প্রাণ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১০:০৯ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় অটোভ্যানে থাকা মা-ছেলেসহ এক পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোচালকসহ আরো তিনজন।

নিহতরা হলেন- উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান (৩০), স্ত্রী রাজিয়া সুলতানা (২৫), মা রেহেনা বেগম (৪৫) ও শ্যালক মো. জাহিদ (২০)।

বুধবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রংপুর থেকে ছেড়ে মালবোঝাই কাভার্ডভ্যান কালিতলা মাজার এলাকায় অটোভ্যানকে চাপা দেয়। এতে অটোভ্যান দুমড়েমুচড়ে সাতজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জাহিদ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আনিছুর রহমান, বগুড়া হাসপাতালে নেয়ার পথে রেহেনা বেগম এবং রাজিয়া সুলতানার মৃত্যু হয়। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )খায়রুল ইসলাম বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh