বাবরের বিধ্বংসী সেঞ্চুরিতে পাকিস্তানের জয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১০:৩১ পিএম | আপডেট: ১৫ এপ্রিল ২০২১, ০৩:০৮ পিএম

চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে সফরকারী পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের ক্যারিয়ার সেরা ইনিংসে ৯ উইকেট ও ১২ বল হাতে রেখে পাকিস্তান বিশাল লক্ষ্য টপকে যায়।

বুধবার (১৪ এপ্রিল) টস হেরে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান করে দক্ষিণ আফ্রিকা।

উদ্বোধনী জুটিতেই দলকে ১০৮ রান এনে দেন জানেমান মালান ও আইডেন মারক্রাম।

মাত্র ৩১ বলের মোকাবেলায় ৬৩ রান করেন মারক্রাম। ছন্দে ছিলেন মালানও। ৫টি চার ও ২টি ছক্কার সহায়তায় ৪০ বলে ৫৫ রান করেন তিনি। তাদের বিদায়ের পর রাসি ভন ডার ডুসেনের ২০ বলে অপরাজিত ৩৪ ও জর্জ লিন্ডের ১১ বলে ২২ রানের ইনিংসে ভর করে রান পাহাড় জড়ো করে স্বাগতিক দল।

মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমত ঝড় তোলেন বাবর। উদ্বোধনী জুটিতেই পাকিস্তান পায় ১৯৭ রান। সাজঘরে ফেরার আগে বাবর ক্যারিয়ারের প্রথম শতক করেন।

মাত্র ৫৯ বলে ২০৬.৭৭ স্ট্রাইক রেটে ১২২ রান করেন বাবর। হাঁকান ১৫টি চার ও ৪টি ছক্কা। দারুণ সঙ্গ দেয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান রিজওয়ান ৫টি চার ও ২টি ছক্কায় ৪৭ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন।


সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা ২০৩/৫ (২০ ওভার)

মারক্রাম ৬৩, মালান ৫৫, ভন ডার ডুসেন ৩৪*

নাওয়াজ ৩৮/২, ফাহিম ৩৭/১

পাকিস্তান : ২০৫/১ (১৮ ওভার)

বাবর ১২২, রিজওয়ান ৭৩, ফখর ৮*

উইলিয়ামস ৩৪/১

ফল : পাকিস্তান ৯ উইকেটে জয়ী

সিরিজ : পাকিস্তান ২-১ ব্যবধানে এগিয়ে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh