উত্তরাঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ০৫:৪৩ পিএম

বৈশাখের দ্বিতীয় দিন। মাসটির শুরুর একদিন পরই কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যার পর দেশের উত্তরাঞ্চলের একাধিক এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়া দেশের একাধিক এলাকায় বয়ে যাওয়া দাবদাহের মাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান। 

তিনি বলেন, ‘আজ সন্ধ্যার পরে দেশের উত্তারাঞ্চল রংপুর, সিলেট, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহীসহ আশপাশের এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে এ ঝড় বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ আরো জানান, এ সময়ে যে ঝড়ই হোক না কেন- তা কালবৈশাখী ঝড়ে পরিণত হবে। তবে চলতি সময়ে সাধারণত এক নাগাড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়া অফিস জানায়, আগামী ১২ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে; ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে; ২০ ডিগ্রি সেলসিয়াস।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh