কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে প্রাণ গেলো শিশুর

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ০৭:০১ পিএম

যশোরের কেশবপুর উপজেলার বাউশাল গ্রামে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন তার মা ও বোন। নিহত আব্দুর রহমান (১০) ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে।

কেশবপুর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ এপ্রিল)  দুপুরে বাড়ির পাশে খেলা করছিল রহমান। একপর্যায়ে কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলা শুরু করে। কিছুক্ষণ পর বোমাটি বিস্ফোরিত হয়। বোমার স্প্লিন্টারের আঘাতে ঘটনাস্থলে আব্দুর রহমান (১০) মারা যায়। পাশে থাকা তার মা নিলুফা বেগম (৩০) ও বোন মারুফা (৩) গুরুতর আহত হন। বোমা বিস্ফোরণের বিকট আওয়াজে গ্রামবাসী ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে প্রথমে কেশবপুর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক আহত দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে আটক করা হয় বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক হোসেনকে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সালাহউদ্দিন শিকদার জানান, ওই পরিবারটির একটি শ্যালো মেশিন ও যন্ত্রাংশের ব্যাগ বাড়িতে আনে। কিন্তু মেশিনটি চালু না হওয়ায় গৃহস্বামী মিজানুর তার স্ত্রী নিলুফাকে ব্যাগ খুলে যন্ত্রপাতি বের করতে বলেন। কিন্তু ব্যাগটি থেকে যন্ত্রপাতি নামানোর সময় সেখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পাশেই থাকা শিশু আব্দুর রহমান মারা যায়। আহত হয় তার মা নিলুফা ও বোন মারুফা।

এডিশনাল এসপি আরো জানান, বোমাটি ব্যাগের মধ্যে ছিলো বলে ধারণা করা যায়। কেউ হয়তো বোমাটি ব্যাগের মধ্যে রেখেছিল। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh