গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে জাকাত দানের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ১০:১৬ এএম

জাকাতের টাকা গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে দান করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। কিডনি রোগীদের ডায়ালাইসিস খরচ কমিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। দরিদ্র রোগীদের কম খরচে ডায়লাইসিস করাতে গিয়ে যেন হিমশিম খেতে না হয় এবং অধিক দরিদ্র রোগীর পাশে যেন দাঁড়ানো যায়, সে জন্য এ আহ্বান জানান প্রতিষ্ঠানটি। 

শুক্রবার (১৬ এপ্রিল) দরিদ্র রোগীদের ব্যয়সাশ্রয়ে জাকাতের টাকা গণস্বাস্থ্য নগর হাসপাতালের বিশেষ সেবা ‘গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে’ দানের অনুরোধ জানানো হয়েছে।

তিন হিসাব নম্বরে জাকাতের টাকা দানের আহ্বান জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। সেই হিসাব তিনটি হলো-

হিসাবের নাম: গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার

প্রযত্নে: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড

এলিফেন্ট রোড, নিউমার্কেট, ঢাকা

হিসাব নম্বর: ০১৭-১১০১-০০০০০১০৫৮

হিসাবের নাম: গণস্বাস্থ্য নগর হাসপাতাল

প্রযত্নে: জনতা ব্যাংক লিমিটেড দিলকুশা বাণিজ্যিক শাখা

২৯ দিলকুশা মতিঝিল, ঢাকা-১০০০

হিসাব নম্বর: ৩৩০১২৬৭৬

হিসাবের নাম: গণস্বাস্থ্য নগর হাসপাতাল

প্রযত্নে: ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড

এলিফেন্ট রোড, নিউমার্কেট, ঢাকা

হিসাব নম্বর: ০১৭-১১০১-০০০০০১১০৫

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh