করোনা টিকার তৃতীয় ডোজও নিতে হবে: ফাইজার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ০২:২৬ পিএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২১, ০২:২৯ পিএম

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই টিকা নেয়ার তাগিদ অনুভব করতে শুরু করেছেন সবাই। আর এরই মধ্যে করোনা প্রতিষেধকের তৃতীয় ডোজের কথা সামনে নিয়ে এলো কোনো প্রতিষেধক প্রস্তুত সংস্থা।

আমেরিকার সংস্থা ফাইজার করোনাভাইরাস প্রতিষেধকের আরো বেশি কার্যকরিতার জন্য তৃতীয় ডোজ নেয়ার কথা ঘোষণা করেছে তারা।

সংস্থার দাবি, করোনার কবল থেকে বাঁচতে তার পর থেকে প্রতি বছরেও একটি করে ডোজও নিতে হতে পারে।

ফাইজারের সিইও অ্যালবার্ট বউরলা জানিয়েছেন, ভাইরাসের নতুন স্ট্রেন যেভাবে সারা বিশ্বে সংক্রমণ ঘটাচ্ছে, তা রুখতে দ্বিতীয় ডোজ নেয়ার ৬ থেকে ১২ মাসের মধ্যেই একটি বুস্টার ডোজ নেয়ার প্রয়োজন রয়েছে। তৃতীয় ডোজের পর থেকে প্রতি বছর আবার একটি করে ডোজও নিতে হতে পারে।

তবে প্রতি বছর প্রতিষেধকের একটি করে ডোজ নেয়ার প্রয়োজন রয়েছে কি--না এখনো সেটি নিশ্চিত নয় বলেও জানিয়েছে সংস্থাটি। 

ফাইজার জানিয়েছে, প্রতিষেধক নিয়ে গবেষণা চলছে এবং সবটাই নির্ভর করছে ভাইরাসের নতুন নতুন স্ট্রেনগুলির উপর।-সূত্র: আনন্দবাজার পত্রিকা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh