লক্ষ্মীপুরে কৃষি প্রণোদনা পেলেন ৩৩ হাজার কৃষক

জুনায়েদ আহম্মেদ

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ০৩:৩০ পিএম

লক্ষ্মীপুরে ৩৩ হাজার ১০০ জন কৃষক পেলেন কৃষি প্রণোদনা। চলতি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচি, কৃষি প্রণোদনা কর্মসূচি ও বীজ সহায়তা প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারি, টমেটো, মরিচ, ভুট্টা, শীতকালীন মুগ ও বোরো (হাইব্রিড) ধান আবাদি কৃষকরা এ প্রণোদনা পেয়েছেন। 

লক্ষ্মীপুর সদর উপজেলার রাধাপুর গ্রামের কৃষক মো. আলম জানালেন, চলতি মৌসুমে তিনি বিনামূল্যে ৩৪ কেজি ইউরিয়া সার, দস্তা ২ কেজি, পটাশ ১০ কেজি, কালা সার ১৫ কেজি ও বীজ ধান ৬ কেজি পেয়েছেন। 

এ ছাড়া নগদ সহায়তা পাওয়ার কথাও জানালেন এই কৃষক। জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মো. বেলাল হোসেন খান জানান, রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি করতে মাঠ পর্যায়ে কৃষকদের প্রণোদনার পাশাপাশি পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষক ভালো ফলন পাবেন বলেও আশা ব্যক্ত করেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। তবে রহিম হোসেন নামের ওই কৃষককে নগদ সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh