পুঠিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৮

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ১০:০৪ এএম

ছবি: পুঠিয়া প্রতিনিধি

ছবি: পুঠিয়া প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে। তাদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) জুম্মার নামাজ পর বেলপুকুর ইউনিয়নের ধলাট কোনরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ উভয়পক্ষের পাঁচজনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন। 

তিনি জানান, ওই গ্রামে দুটি গ্রুপ আছে- একটি রবি গ্রুপ ও একটি জাহিদ গ্রুপ। মসজিদের হিসাবপত্র ছাড়াও কিছু আনুসাঙ্গিক বিষয় নিয়ে নিজেদের আধিপত্য ধরে রাখতে জুম্মার নামাজ পর দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের সাত থেকে আটজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে উভয়পক্ষের পাঁচজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। 

তিনি আরো জানান, এ ব্যপারে উভয়পক্ষের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh