হেফাজত কোনোভাবেই ছাড় পাবে না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ০৫:৩৬ পিএম

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজ সকালে বলেন, ১৯৭১ সালে পাকিস্তানিরা যা করেছে হেফাজত ইসলাম  সেই অনুকরণেই ২৬ মার্চ- ২৮ মার্চ সেই তাণ্ডব  চালিয়েছে। কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। 

‘আইনানুগভাবে হেফাজতকে বিচারের সম্মুখীন হতে হবে’  শনিবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, "হেফাজত আমাদের জাতীয় সংগীত মানে না, জাতীয় সংগীত গায় না। জাতীয় পতাকা উড়ায় না। আমরা বহু রক্ত দিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না।"

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, "তারা আমাদের সরকারি অফিস-আদালত পুড়িয়ে ধ্বংস করেছে। এসি ল্যান্ড অফিসের সব দলিলপত্র পুড়িয়ে দিয়েছে। ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়ি ধ্বংস করেছে।

‘তারা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে  মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হেনেছে। এর আইনানুগ  বিচার নিশ্চিত করা হবে।’ 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh