আফগানিস্তানে মসজিদে এক পরিবারের ৮ জনকে হত্যা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ০৭:০১ পিএম

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় একটি মসজিদে এক পরিবারের আট সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার (১৮ এপ্রিল) দেশটির নানগারহার প্রদেশে এই হত্যাকাণ্ড ঘটেছে।

নানগারহার প্রদেশের গভর্নর জাইউলহক আমারখিল জানান, প্রদেশের জালালাবাদ শহরের একটি মসজিদে শনিবার রাতে গোলাগুলি হয়েছে। জমি নিয়ে বিবাদের কারণে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে এক পরিবারের পাঁচ ভাই এবং তাদের তিন চাচাতো ভাই নিহত হয়েছেন।

ফরাসী বার্তাসংস্থা এএফপিকে তিনি বলেন, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে, জমি নিয়ে বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।

নানগারহার প্রদেশ পুলিশের মুখপাত্র ফরিদ খান মসজিদে হামলায় ও হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh