ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ০৯:২১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ওমানে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। 

স্থানীয় সময় গতকাল রবিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় সালালাহ থেকে মাস্কাটগামী সড়কের আল তামরিত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। তারা হলেন- পোমরা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের জাহেদ (৪২), সরফভাটা ইউনিয়নের আসকার আলী রোড এলাকার সালাউদ্দিন (৪০) ও বেতাগী ইউনিয়নের বালুরচর গ্রামের আবছার(৪৫)।

তারা মাস্কট মডার্ন রোজ ট্রেডিং ইন্টারপ্রাইজ এলএলসি নামে একটি কোম্পানির পর্দার সেকশনে চাকরি করতেন।

কোম্পানিটির সত্ত্বাধিকারী মোহাম্মদ রেজাউল করিম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা রাজাধানী থেকে এক হাজার কিলোমিটার দূরে সালালাহ শহরে এক সপ্তাহ আগে পর্দার কাজ করতে গিয়েছিলেন। কাজ শেষ করে সকালে মাস্কটে ফিরছিল। পথে তামরিত নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক থেকে অনেক দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই তারা প্রাণ হারায়। 

তিনি আরো বলেন, নিহতদের মধ্যে গাড়িচালক জাহেদ আমার আপন ভাগ্নে।

ওমানের বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে পাঠাতে সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। নিহতদের মরদেহ পুলিশ উদ্ধার করে বর্তমানে সালালাহ একটি হাসপাতালের মর্গে রেখেছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh