ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের জেরে পান্থ কানাইয়ের জিডি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ০৩:৫৪ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২১, ০৭:৪৩ পিএম

ফেসবুকে ভুয়া ও একই নামের অ্যাকাউন্ট বিভ্রান্তিতে আইনের দ্বারস্থ হয়েছেন দরাজ গলার গায়ক পান্থ কানাই।

সোমবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই সংগীতশিল্পী।

তিনি গণমাধ্যমকে জানান, একই নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত কিছু মহল থেকে সবাইকে সাবধান করতেই তার এই অভিযোগপত্র দাখিল।

পান্থ কানাই বলেন, ‘আমি গান নিয়েই থাকি। ফেসবুকে মাঝে মধ্যে হাজির হই। বেশ কয়েকদিন ধরে আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা বলছেন, আমার নামের একই অ্যাকাউন্ট থেকে নানা ধরনের পোস্ট করা হচ্ছে। এমনকি মেসেজও পাঠানো হচ্ছে। বিষয়টি খুবই গুরুতর। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ধর্মীয়সহ স্পর্শকাতর নানা বিষয়ে আঘাত করা হয়। তাই আমি সচেতন নাগরিক হিসেবে আমার নিকটস্থ থানাকে অবহিত করলাম।’

এই গায়ক আরো বলেন, ‘‘বাংলায় ‘পান্থ কানাই’ প্রোফাইল ও ইংরেজিতে আমার পেজ আছে। আমার কিছু ভাই-বোন বিভ্রান্তিতে পড়েছিল। তাই আমি নিজেই সার্চ দিই। দেখি, পান্থ কানাই নামে প্রচুর অ্যাকাউন্ট। সেখান থেকে নিয়মিত নানা ধরনের পোস্ট দেয়া হয়। আর এই নামটা একেবারেই আনকমন। তাই সহজেই সবাই ভাবতে পারেন, এগুলো আমার করা। এ কারণে জিডিটি করলাম।’’

‘নৌকা’খ্যাত এ গায়ক জানালেন, লকডাউনে বাসায় গান নিয়েই আছেন। সময় কাটাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম, পরিবার ও নিয়মিত গানের চর্চা করে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh