তাকে রবিবার মনে হয়

শৌনক দত্ত

প্রকাশ: ২০ এপ্রিল ২০২১, ০৪:৪৩ পিএম

শুধু ছুঁয়ে ছুঁয়ে ছুটে চলা, থতমত রবিবার।

আলোর জানালা একা প্রতিবিম্ব ভেদ করে চুপ

পৃথিবীর বাইরে দাঁড়িয়ে সন্ন্যাসী পৃথিবী দেখে।


এখানে ভুল আদলে দৃশ্য জলরঙে আঁকা শুধু 

ফিউশন বৃক্ষ চুপচাপ পৌত্তলিক মগ্নতায় 

ডাকনামে টিমটিম আলো মগ্ন পটচিত্র আর 

ছাইরঙা ছায়া সংলাপ ঘোরগ্রস্থ স্মৃতিহাটে।  


এমন দোতারা দিন সুতোয় আলগা হয়ে যায়। 

ভেতরে কবেকার বাউল মানবীর মুখ বাজে, 

যাকে আমি খুব গাইতাম আত্মীয়ের সরগমে 

ভ্রমে কখনো কখনো তাকে রবিবার মনে হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh