খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেফতার

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ০৪:৩০ এএম | আপডেট: ২১ এপ্রিল ২০২১, ০৪:৩৬ এএম

ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনার সিনিয়র সাংবাদিক এনটিভির খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়বকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে নগরীর নুরনগরের নিজ বাসভবন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (খুলনা জোন) বায়েজিদ ইবনে আকবর এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সাংবাদিক আবু তৈয়বকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক করে থানায় আনা হয়েছে। বুধবার সকালে তাকে ওই মামলায় আদালতে হাজির করা হবে। রাতে তাকে সদর থানা হেফাজতে রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh