টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১০:৩৪ এএম

ছবি: ক্রিকইনফো

ছবি: ক্রিকইনফো

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

ক্যান্ডির অদূরে পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়। 

পাল্লেকেলের ২২ গজে পেসাররা সুবিধা পাবেন এমন ধারণা আগে দিয়ে রেখেছিলেন অধিনায়ক মুমিনুল হক। তাই দল নির্বাচনে পেসারদের অগ্রাধিকার দেয়া হয়েছে। তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দলে রয়েছেন মিরাজ ও তাইজুল। 

বাংলাদেশ দল

মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাশ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান। 

শ্রীলঙ্কা দল 

দিমুথ করুণারত্নে, লাহিরু থিরিমান্নে, ওশাডা ফার্নান্ডো, পাথুম নিশানকা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্ডো, লাহিরু কুমারা।

টেস্টে এখন পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের জয় একটিই। ২০১৭ সালের সফরে প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ। বাকি ১৯ টেস্টে ড্র তিনটি, শ্রীলঙ্কার জয় ১৬টিতে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh