নওগাঁয় এবার ধানের বাম্পার ফলন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ০৩:০১ পিএম

নওগাঁয় জেলায় চলতি মৌসুমের বোরো ধান কাটা শুরু হয়েছে। এ বছর জেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। ৭ লাখ ৮৮ হাজার ৫৯২ মেট্রিক টন চাল উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে।  

নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শামসুল ওয়াদুদ জানিয়েছেন, বর্তমানে জেলার আত্রাই, রানীনগর ও সদর উপজেলার দক্ষিণে বিলাঞ্চলে ধান কাটা শুরু হয়েছে। এসব এলাকার ধানের হিসেবে প্রতি হেক্টরে চালের আকারে ৪.২০ মেট্রিক টন ফলনের প্রত্যাশা করছে কৃষি বিভাগ। আর আগামী ১০ দিনের মধ্যে জেলায় পুরোদমে ধান কাটা শুরু হবে। 

কৃষি বিভাগের সূত্র অনুযায়ী, এ বছর জেলায় মোট ১ লাখ ৮৭ হাজার ৭৬০ হেক্টর জমিতে বোরো ধানের উৎপাদন হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৭ হাজার ৯৯০ হেক্টর, রানীনগর উপজেলায় ১৮ হাজার ৮০০ হেক্টর, আত্রাই উপজেলায় ১৮ হাজার ৪০০ হেক্টর, বদলগাছি উপজেলায় ১১ হাজার ৭৫০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ২৮ হাজার ৩৭০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ১৯ হাজার ৬৫০ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় ১৮ হাজার ৬০৫ হেক্টর, সাপাহার উপজেলায় ৫ হাজার ২৩০ হেক্টর, পোরশা উপজেলায় ৮ হাজার ৫০ হেক্টর, মান্দা উপজেলায় ১৯ হাজার ৯৩০ হেক্টর ও নিয়ামতপুর উপজেলায় ২০ হাজার ৯৮৫ হেক্টর। 

জেলায় চলতি বছর উন্নত ফলনশীল জাতের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে জিরাশাইল, ব্রিধান-২৮, ব্রিধান-২৯, ব্রিধান-৮১, ব্রিধান-৫৮, কাটারীভোগসহ প্রায় ২৬ জাতের ধান চাষ করেছেন। অপরদিকে হাইব্রিড জাতের মধ্যে তেজ, এস এল-৮ এইচ, হিরনা-২, হিরা-৬ ও ঝলকসহ প্রায় ২৮ জাতের ধান চাষ করেছেন। 

কৃষি বিভাগের সূত্র মতে, হেক্টর প্রতি ৪.২০ মেট্রিক টন হিসেবে এ বছর জেলায় মোট ৭ লাখ ৮৮ হাজার ৫৯২ মেট্রিক টন চাল উৎপাদিত হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। 

উপ-পরিচালক শামসুল বলেন, জেলার পুরো ধান কাটতে মোট ৪ লাখ ২৫ হাজার ৪০ জন শ্রমিকের প্রয়োজন। নওগাঁ জেলায় স্থানীয়ভাবে শ্রমিক রয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ১৮৫ জন। ঘাটতি ৭৮ হাজার ৮৫৫ জন শ্রমিক অন্য জেলা থেকে নিয়ে আসা হবে। 

তিনি আরো বলেন, ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারদের সাথে পরামর্শ করে উপজেলা কৃষি কর্মকর্তারা তাদের উপজেলার শ্রমিকদের চাহিদাপত্র প্রেরণ করছেন। চাহিদা অনুযায়ী শ্রমিক দেশের অন্যান্য জেলা থেকে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। ধান কাটার জন্য শ্রমিক সংকট হবে না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh