রাজশাহীতে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ০৩:৪৪ পিএম

রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে। 

বুধবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের হয়েছে। মামলার বাদী রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।

মামলার আর্জিতে তিনি বলেছেন, ভিপি নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও সরকারের সম্পর্কে মিথ্যা ও বানোয়াট মন্তব্য করছেন। ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এতে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার উপক্রম হচ্ছে।

মামলার বাদী তৌরিদ আল মাসুদ রনি বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মণের হাতে এজাহারের কপি তুলে দেন। এ সময় নগর যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ওসি নিবারন চন্দ্র বলেন, দ্রুতই মামলার নথিপত্র ঢাকায় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানো হবে। পাশাপাশি ভিপি নুর যে থানা এলাকায় থাকেন তাকে গ্রেফতারের অনুরোধ জানিয়ে সেই থানায় বার্তা পাঠানো হবে। পাশাপাশি তাঁরা নিজেরাও দ্রুত সময়ের মধ্যে নুরকে গ্রেফতারের চেষ্টা করবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh