ময়মনসিংহে ভারতীয় পণ্যসহ ১৮ চোরাকারবারি আটক

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ০৫:৫৫ পিএম

ভারতীয় পণ্যসহ আটক চোরাকারবারিরা

ভারতীয় পণ্যসহ আটক চোরাকারবারিরা

ময়মনসিংহে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ১৮জন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। 

বুধবার (২১ এপ্রিল) ভোরে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার বেলতলী এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৪ এর অধিনায়ক লে.কর্নেল আবু নাঈম মো. তালাত।

বুধবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ গৌরিপুর উপজেলার বেলতলী এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য বহনকারী ৬টি ট্রাক ও কার্ভাডভ্যানসহ ১৮জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ভারতীয় এক হাজার থ্রিপিচ, ২৫০ লেহেঙ্গা, ১২ হাজার কেজি জিরা, ৩৫০ পিস শাড়ী, ৩ হাজার ২০০ পিস সাবান, ২০ হাজার পিস মেহেদী, ৪ হাজার পিস চকলেট, ৭ হাজার পিস ক্রিম উদ্ধার করা হয়। এসব ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছে বলে আটককৃতরা স্বীকার করেছে। 

উদ্ধরকৃত ভারতীয় পণ্য


তাদের বিরুদ্ধে গৌরিপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh