এনআইডি সেবা চালু রাখার নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ০৮:৫৫ পিএম

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মাঝে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২১ এপ্রিল) দুপুরে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এই নির্দেশনা দেয়া হয়।

ভার্চুয়াল বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ছাড়াও নির্বাচন কমিশনার, সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

নির্বাচন কমিশনার কবিতা খানম সাংবাদিকদের বলেন, ‘আজকের সভায় মূলত কর্মকর্তাদের খোঁজ-খবর নেয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে জরুরি সেবা চালু রাখার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে। যেমন- একজন বিদেশ যাবেন বা পাসপোর্ট করবেন, কিন্তু জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে তা পারছেন না। এমন জরুরি সেবা চালু রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।’

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘যেসব কাজ অনলাইনে করা যায়, অফিসে এমন কিছু কিছু কাজ চলবে। যেমন- জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা যতটুকু অনলাইনে দেয়া যায়, তা চলবে। জাতীয় পরিচয়পত্রের কারণে নাগরিকরা যেন কোনো ভোগান্তিতে না পড়েন, এ বিষয়ে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে জরুরি সেবা কার্যক্রম চালু রাখার জন্য কার্যক্রম চালাতে বলা হয়েছে। এছাড়া আমাদের যে ইভিএম মেশিনগুলো আছে, সেগুলো সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যও মাঠপর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh