হবিগঞ্জে ‘তক্ষক’ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ০৯:৫৬ পিএম

হবিগঞ্জে নদীর বাঁধ থেকে উদ্ধারকৃত তক্ষক

হবিগঞ্জে নদীর বাঁধ থেকে উদ্ধারকৃত তক্ষক

হবিগঞ্জ সদর উপজেলার রামপুরে খোয়াই নদীর বাঁধ থেকে একটি তক্ষক উদ্ধার করেছে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। 

বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী এসব তথ্য জানান। 

এর আগে দুপুরে রামপুরের বাসিন্দা মো. লিটন মিয়ার প্রাপ্ত সংবাদের ভিত্তিতে নদীর বাঁধ থেকে এ তক্ষকটি উদ্ধার করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী, হিসাবরক্ষক রূপক দেবনাথ, অফিস সহকারী তাপস ভর, পিপলু দেব, মো. রানা ও মো. আব্দুর রহিম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh