১২ লাখ রুপি জরিমানা রোহিতের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০৯:৪৫ এএম

বোহিত শর্মা

বোহিত শর্মা

ধীর গতির বোলিংয়ের জন্য জরিমানা গুনতে হলো মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থদশ আসরের ১৩তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ধীর গতি বোলিংয়ের জন্য ১২ লাখ রুপি জরিমানা দিতে হবে রোহিতকে।

দিল্লির বিপক্ষে ১৯.১ ওভার করতে নির্ধারিত সময়ের চেয়ে অন্তত ২৫ মিনিট বেশি সময় নিয়েছে মুম্বাই।

আইপিএলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের এটিই প্রথম ধীর গতির বোলিং, তাই নিয়ম অনুযায়ী অধিনায়ক রোহিতকে ১২ লাখ রুপি জরিমানা করা হলো।

আইপিএল কর্তৃপক্ষ আরো জানায়, দ্বিতীয়বার ধীর গতির বোলিং করলে রোহিতকে ২৪ লাখ রুপি জরিমানা করা হবে। শুধু তাই নয়, তখন দলের প্রত্যেককে জরিমানা হিসেবে ম্যাচ পারিশ্রমিকের ২৫ শতাংশ দিতে হবে। তৃতীয়বার এই অপরাধ করলে অধিনায়ক এক ম্যাচ নির্বাসিত হবেন ও তাকে ৩০ লাখ রুপি জরিমানা দিতে হবে। পাশাপাশি দলের বাকি খেলোয়াড়দের গুনতে হবে ১২ রাখ রুপি অথবা ম্যাচ ফি’র ৫০ শতাংশ অর্থ।

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির পর এবারের আইপিএলে দ্বিতীয় অধিনায়ক হিসেবে জরিমানা গুনতে হলো রোহিতকে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh