ধরিত্রী দিবসে গুগলের বিশেষ ডুডল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১১:০৭ এএম | আপডেট: ২২ এপ্রিল ২০২১, ১১:০৮ এএম

আজ ‘বিশ্ব ধরিত্রী দিবস’। আর এ উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে সার্চইঞ্জিন জায়ান্ট গুগল।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) প্রথম প্রহর থেকেই গুগলের হোমপেজে ‘বিশ্ব ধরিত্রী দিবস’র শুভেচ্ছা হিসেবে এ ডুডল দেখা যাচ্ছে। গুগলে ঢুকতেই দেখা যাচ্ছে- একটি বিশেষ অ্যানিমেটেড ভিডিও। কীভাবে একে অপরের হাতে হাত রেখে ধরিত্রীর জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব এমন ভিডিও ডুডল প্রকাশ করেছে গুগল। 

ডুডলটিতে ক্লিক করলে একটি ভিডিও চালু হয়। এতে একজন নারী একটি চারাগাছ রোপণ করছেন। বয়সের সাথে তিনি বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছেন আর চারাগাছটি একটি বিশাল বৃক্ষে পরিণত হচ্ছে। এরপর ওই নারী তার পরবর্তী প্রজন্মের একজন শিশুর কাছে আরেকটি চারাগাছ দিয়ে যাচ্ছেন। রোপণ করলে সেটিও একটি বিশাল বৃক্ষে পরিণত হচ্ছে। এভাবে প্রজন্ম থেকে প্রজন্মে চলতে চলতে এই পৃথিবী একসময় সবুজে ভরে উঠছে।

পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে ১৯৭০ সাল থেকে বিশ্ব ধরিত্রী দিবস পালন করা শুরু হয়।

বিশেষ কোনো দিবস বা অনুষ্ঠান উপলক্ষে ডুডল তৈরি করে গুগল। এবারো বিশেষ ডুডল করেছে গুগল। এবারের ডুডলের মাধ্যমে মূলত বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh