অবশেষে মুমিনুলের অ্যাওয়ে সেঞ্চুরি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১২:৩১ পিএম

দেশে বাইরে প্রথম টেস্ট সেঞ্চুরি মুমিনুল হকের। ছবি: ক্রিকইনফো

দেশে বাইরে প্রথম টেস্ট সেঞ্চুরি মুমিনুল হকের। ছবি: ক্রিকইনফো

দেশের বাইরে প্রথম টেস্ট সেঞ্চুরি পেলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। 

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি তার। তবে সবকটি দেশের মাটিতে। বিদেশের মাটিতে টেস্ট শতক না পাওয়ায় প্রশ্ন বাণে জর্জরিত ছিলেন। নিজেও তৃপ্তি পাচ্ছিলেন না। অবশেষে এ অস্বস্তি থেকে মুক্তি পেলেন মুমিনুল।

পাল্লেকেলেতে আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি পেলেন মুমিনুল, শ্রীলঙ্কার বিপক্ষে যা তৃতীয়। ৬৪ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছিলেন বাংলাদেশের অধিনায়ক। সতর্ক ব্যাটিংয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছে যান এ ব্যাটসম্যান।

অপরদিকে অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় সেঞ্চুরি করেও ব্যাটি চালিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০৭ রানের দাপুটে এক ক্রিকেটীয় ইনিংস খেলেছেন মুমিনুল। ১৫৪ রান নিয়ে তার সাথে উইকেটে রয়েছেন নাজমুল হোসেন শান্ত।

শান্ত-মুমিনুলের ব্যাটিং ঝলকে ১১৬ ওভার শেষে বাংলাদেশের পুঁজি দাঁড়িয়েছে দুই উইকেটে ৩৭৭ রান।

তার আগে দুই উইকেটে ৩০২ রান দ্বিতীয় দিনের খেলা শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh