মাল্টিভিটামিনে করোনার ঝুঁকি কমে নারীদের: সমীক্ষা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০২:১৮ পিএম | আপডেট: ২২ এপ্রিল ২০২১, ০২:১৯ পিএম

মাল্টিভিটামিনে করোনার ঝুঁকি কমে নারীদের। ফাইল ছবি

মাল্টিভিটামিনে করোনার ঝুঁকি কমে নারীদের। ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণের প্রথম দিক থেকেই মাল্টিভিটামিন খাওয়ার প্রবণতা বেড়েছিল অনেকের মধ্যে। এই ধরনের ভিটামিন ট্যাবলেটে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে বলেই মনে করা হয়। 

কিন্তু করোনা সংক্রমণ আটকাতে এই মাল্টিভিটামিন আদৌ কতটা কাজে লাগে, তার কোনো প্রমাণ ছিল না। তবে এবিষয়ে আলোকপাত করেছেন ইংল্যান্ডের কিংস কলেজের বিজ্ঞানীদের একটি সমীক্ষা।

সেই সমীক্ষায় দেখা গেছে, মাল্টিভিটামিন, ওমেগা-৩, প্রোবায়োটিকস ও ভিটামিন ডি’র মতো সাপ্লিমেন্ট নিয়মিত খেলে কভিড সংক্রমণের আশঙ্কা কমে। তবে সবার ক্ষেত্রে এটি কার্যকর কি না, তা বলতে পারেনি সমীক্ষাটি। এতে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র নারীদের কথা। 

বলা হয়েছে, এই ধরনের সাপ্লিমেন্ট যে নারীরা নিয়মিত খান, তাদের ক্ষেত্রে করোনার সংক্রমণ চোখে পড়ার মতো কম।

কিন্তু এই সমীক্ষায় উঠে এসেছে আরো একটি তথ্য। করোনা সংক্রমণ বৃদ্ধির পরে ভিটামিন সি খাওয়ার পরিমাণও অনেকে বাড়িয়ে দিয়েছিলেন। ইংল্যান্ডের এই গবেষকরা এমন কোনো প্রমাণ খুঁজে পাননি, যা থেকে বোঝা যাবে, ভিটামিন সি, জিংক বা আদা খেলে এই ধরনের উপকার হয়। -আনন্দবাজার পত্রিকা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh