মেক্সিকো ও পোল্যান্ডে ফাইজারের নকল টিকা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০৩:৩০ পিএম

মেক্সিকো ও পোল্যান্ডে ফাইজারের নকল টিকা বিক্রি। ফাইল ছবি

মেক্সিকো ও পোল্যান্ডে ফাইজারের নকল টিকা বিক্রি। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ফাইজার বলেছে, মেক্সিকো ও পোল্যান্ডে তাদের তৈরি করোনাভাইরাসের যেসব সন্দেহজনক টিকার ডোজ আটক করা হয়েছে সেগুলো নকল।

গতকাল বুধবার (২১ এপ্রিল) প্রতিষ্ঠানটি বিষয়টি নিশ্চিত করেছে বলে মার্কিন সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর একটি ক্লিনিকে প্রায় ৮০ জন লোক ফাইজারের টিকার এই নকল ডোজ গ্রহণ করেছে। তবে এতে শারিরীকভাবে ক্ষতির আশংকা নেই। কিন্তু এই টিকা করোনা প্রতিরোধে কোনো সুরক্ষা দেবে না।

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ ফেব্রুয়ারি মাসে তথাকথিত এসব নকল টিকা গোপনে বিক্রির বিষয়ে সতর্ক করেছিল ও লোকজনকে এসব টিকা না নেয়ার আহ্বান জানিয়েছিল।

এছাড়া মার্চ মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মেক্সিকোয় ফাইজারের নকল ভ্যাকসিন পাওয়া গেছে বলে সতর্ক করেছিল।

ফাইজার এসব ভুয়া টিকার পরীক্ষা চালিয়ে দেখেছে, এতে ভ্যাকসিনের কোনো উপকরণ নেই যা তারা বায়োএনটেকের সাথে যৌথভাবে তৈরি করেছিল।

ফাইজারের বৈশ্বিক সুরক্ষা প্রধান লেভ কুবিয়াক বলেছেন, ভ্যাকসিনের চাহিদা তীব্র, কিন্তু যোগান স্বল্পতার কারণে এ ধরণের জালিয়াতি হচ্ছে।

কোম্পানিটি বলেছে, পোল্যান্ডে বাজেয়াপ্ত শিশিগুলোতে তরলটি একটি প্রসাধনী পদার্থ ছিল। এটি অ্যান্টি-রিঙ্কেল ক্রিম হিসেবে কাজ করে বলে মনে করা হয়। -এএফপি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh