বরগুনায় গাছের সাথে শত্রুতা

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০৬:২২ পিএম

জমি নিয়ে বিরোধে প্রায় ৫০০ ফলজ ও বনজ গাছ কেটে ফেলা হয়। ছবি: বরগুনা প্রতিনিধি

জমি নিয়ে বিরোধে প্রায় ৫০০ ফলজ ও বনজ গাছ কেটে ফেলা হয়। ছবি: বরগুনা প্রতিনিধি

চাচাতো ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রায় ৫০০ ফলজ ও বনজ গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

গত সোমবার বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাথরঘাটায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষক আ. কুদ্দুস হাওলাদার। 

জানা যায়, পাথরঘাটা উপজেলার জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. কুদ্দুস হাওলাদারের সাথে তার চাচাতো ভাই আমড়াতলা দারুল উলুম হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী বেলায়েত হোসেনের সাথে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। ওই বিরোধের জের মেটাতে আ. কুদ্দুসের ৩২ শতাংশ জমির বাগানের কাঁঠাল, তাল, সুপারিসহ প্রায় ৫০০ ফলজ ও বনজ গাছ কেটে ফেলে তার চাচাতো ভাই বেলায়েত হোসেন। এতে ওই শিক্ষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

আ. কুদ্দুস হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ থাকলেও তা সমাধান হয়েছে। কিন্তু বিরোধ মিমাংসা হওয়ার পরেও আমার বাগানের ৬০০ গাছ কেটে ফেলেছে বেলায়েত হোসেন। আমি বাধা দিলে আমাকে বিভিন্ন রকমের হুমকি দেয়। এ বিষয় পাথরঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। 

অভিযুক্ত বেলায়েত হোসেন বলেন, ওই জমি আমাদের ভোগ দখলে ছিলো। মাদবরের সিদ্ধান্তে ওই জমি থেকে আমার রোপিত গাছ কেটেছি। 

এ বিষয় পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh