যাত্রী পরিবহনের আড়ালে মাদক পাচার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০৬:৫৩ পিএম | আপডেট: ২২ এপ্রিল ২০২১, ০৬:৫৮ পিএম

নারায়ণগঞ্জের বন্দর থেকে চালক ও যাত্রীর ছদ্মবেশে প্রাইভেট কার যোগে অভিনব কায়দায় গাঁজা পরিবহনকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোর সোয়া ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কেওঢালা এলাকায় চেকপোস্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, লহ্মীপুর জেলার সদর থানাধীন রাধাপুর এলাকায় মো. আলমগীর ও কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন সুয়াগাজী বাটপাড়া এলাকার মো. রাশেদ।

এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার, দুটি মোবাইল ও নগদ দুই হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব ১১ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে চালক ও যাত্রীর ছদ্মবেশে যাত্রীবাহী প্রাইভেট কার যোগে অভিনব কায়দায় গাঁজা পরিবহন করে আসছিল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, দীর্ঘদিন ধরে প্রাইভেট কারে কৌশলে গাঁজা নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করতো।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মাদক ব্যবসা তাদের একমাত্র পেশা। চালক ও যাত্রী হিসেবে পরিচয় তাদের ছদ্মবেশ মাত্র। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh