সাতক্ষীরায় ত্রাণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০৬:৫৯ পিএম

সাতক্ষীরায় ত্রাণের দাবিতে মানববন্ধন করছে গণপরিবহন শ্রমিকরা। ছবি: সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ত্রাণের দাবিতে মানববন্ধন করছে গণপরিবহন শ্রমিকরা। ছবি: সাতক্ষীরা প্রতিনিধি

লকডাউনের ফলে ১৭ দিন হয় গণপরিবহন বন্ধ। এতে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন পরিবহন শ্রমিকরা। তাই ত্রাণ দেয়ার দাবি জানিয়ে সাতক্ষীরায় মানববন্ধন করেছে পরিবহন শ্রমিকরা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা শহরের বাস টার্মিনাল এলাকায় মটর পরিবহন শ্রমিকরা এক মানববন্ধনে এ দাবি জানান।

তারা বলেন, টানা ১৭ দিন গাড়ি বন্ধ থাকায় তাদের বাড়ির চুলো জ্বলছে না। তারা সবাই কষ্টের মধ্যে রয়েছেন। এমনকি চিকিৎসার খরচও জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। এসব শ্রমিকদের অনতিবিলম্বে ত্রাণ দেয়ার দাবি জানান তারা।

সাতক্ষীরায় তিন হাজার মটর শ্রমিক এখন বেকার উল্লেখ করে মানববন্ধনের বক্তারা বলেন, লকডাউনে বাস চলাচল বন্ধ থাকলে শ্রমিকদের ত্রাণসামগ্রী দিতে হবে। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি। এতে আরো বক্তব্য রাখেন- সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহব্বত প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh