হবিগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ১৩ জনকে অর্থদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০৮:৫৮ পিএম

হবিগঞ্জে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতন করা হচ্ছে। ছবি: হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতন করা হচ্ছে। ছবি: হবিগঞ্জ প্রতিনিধি

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ৬টি মোবাইল কোর্ট পরিচালনায় ১৩টি মামলার মাধ্যমে ১৩ জন ব্যক্তিকে ৬ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশে বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব কোর্ট পরিচালনা করে মামলা দিয়ে ওই পরিমাণ জরিমানা আদায় করা হয়। 

জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে জনগণকে সচেতন করা হচ্ছে। জেলার সকল উপজেলায় শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ কার্যক্রম চলমান রয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh