পশ্চিমবঙ্গে বিনামূল্যে টিকা দেয়ার ঘোষণা মমতার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০৯:১৫ পিএম

আগামী ৫ মে থেকে পশ্চিমবঙ্গে বিনামূল্যে সার্বিক টিকাকরণের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২ মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। তারপরই ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে বিনা পয়সায় করোনার টিকা দেয়া হবে।

মমতা জানিয়েছেন, কলকাতা-সহ শহরাঞ্চলে যেহেতু অতিমারির প্রকোপ সবচেয়ে বেশি, সেখান থেকেই প্রথমে টিকাকরণ শুরু হবে। তারপর একে একে জেলাগুলোতে টিকাকরণের কাজ শুরু হবে।

আনন্দবাজার পত্রিকা জানায়, বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের তপনে নির্বাচনী জনসভা করেন মমতা। সেখানেই বিনামূল্যে সার্বিক টিকাকরণের ঘোষণা করে মমতা বলেন, ‘নির্বাচনের ফল ঘোষণার পর ৫মে থেকে সার্বিক টিকাকরণ শুরু করব আমরা। ১৮ বছর থেকে যে চাইবে, সে-ই পাবে। সম্পূর্ণ বিনা পয়সায় সরকার থেকে আমরা প্রতিষেধক কিনে দেবো।’

মমতা বলেন, ‘কেন্দ্রীয় সরকার আমাদের কিছু দেয় না। আবার কভিড শুরু হয়েছে। আগের বার কত টাকা খরচ হয়েছে। কত মানুষ মারা গেছেন। আমরা সামলে নিয়েছিলাম। এ বছর কভিড হওয়ারই কথা ছিল না। ৬ মাস আগে প্রতিষেধক দিয়ে দিলেই কভিড হতো না।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh