আরমানিটোলায় ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ০৪:৩৯ এএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২১, ০৫:০৮ এএম

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ফাইল ছবি

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ফাইল ছবি

রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় ছয়তলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ৩টা ১৮ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট। ছাদে ‌কিছু লোক আটকা পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন গণমাধ্যমকে বলেন, বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলা খেলার মাঠের পাশে একটি কেমিক্যাল গোডাউনে আগুনের খবর পাই রাত ৩ টা ১৮ মিনিটে।

প্রথমে ৬টি পরে ভয়াবহতায় আরো ৪টিসহ মোট ১০ টি ইউনিট পাঠানো হয় পরে আরো বাড়িয়ে ১৫টি করা হয়। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি। 

ভবনটির আতঙ্কিত বেশি কিছু বাসিন্দা ভবনের ছাদে আশ্রয় নিয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা করছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh