মানুষের মন ভাল করতে এগিয়ে এলেন এ আর রহমান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ০৩:৪১ পিএম

এ আর রহমান

এ আর রহমান

প্রকাশ পেল ‘৯৯ সংস’-এর সুরেলা ঝলক। ভারতের চেন্নাইয়ের আকাশের তলায় প্রাণ খোলা গানে সমস্ত মন খারাপ যেন কোথায় উড়ে গেল।

ছাদ থেকে পাশের বাড়িগুলোর ছাদ দৃশ্যমান। ছাদের উপরে বড় করে লেখা, ‘৯৯ সংস’। তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন ১৩-১৪ জন সংগীতশিল্পী। সকলকে এক জোট করেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান।

‘রং দে বসন্তী’র মূল গান, ‘শিবাজী: দ্য বস’-এর ‘বল্লেইলাক্কা’ ছাড়ো ‘৯৯ সংস’ ছবির ‘ও আশিকা’র মতো জনপ্রিয় গানগুলি নিয়ে তৈরি হয়েছে এক সুরেলা আমেজ। চেন্নাইয়ের এক আবাসনের ছাদে দৃশ্যায়িত হয়েছে এই ভিডিওটি। বজায় ছিল সামাজিক দূরত্ব। কারও হাতে শুধু মাইক্রোফোন, কারও হাতে বাদ্যযন্ত্র। ভিডিও’র শুরুতে সকলে মিলে র‌্যাপ করলেন। তার পরে বাকি গানে ঢুকলেন।

রহমান এই ভিডিওটি তার অনুরাগীদের সাথে ভাগ করে নিলেন ইনস্টাগ্রামে। লিখলেন, ‘আপনাদের মন হালকা করতে আমরা সকলে এক জোট হয়েছি। তাই বলছি, আশা হারাবেন না। পৃথিবীতে এখনো সৌন্দর্য রয়েছে’।

‘৯৯ সংস’ ছবিটি মুক্তি পেয়েছে চলতি মাসেই। ছবিটির প্রযোজনা ও সঙ্গীত পরিচালনার দায় ভার ছিল এ আর রহমানের কাঁধে। কেবল তাই নয়, ছবিটির কাহিনিতেও অংশগ্রহণ রয়েছে তার। লাতিন অভিনেত্রী এডিলডি ভারগাস ও এহান ভাট অভিনীত এই ছবি দিয়েই হাতেখড়ি পরিচালক বিশ্বেস কৃষ্ণমূর্তির। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি।

অভিনয় করার জন্য নায়ক এহানকে রহমানের প্রতিষ্ঠানে যোগদান করতে হয়েছিল। সমস্ত বাদ্যযন্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করতে বলা হয়েছিল তাকে। যাতে তার চরিত্র আরো বিশ্বাসযোগ্য হতে পারে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh