বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীর দাফন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ০৫:১৬ পিএম

বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেয়া হচ্ছে। ছবি: বাগেরহাট প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেয়া হচ্ছে। ছবি: বাগেরহাট প্রতিনিধি

রাষ্ট্রীয় মর্যাদায় বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ফকির ইউনুস আলী দুলালের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) বিকেলে বাগেরহাট সদর উপজেলার লাউপালা গ্রামে নিজ বাড়িতে তার নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এমএ মতিন প্রমুখ। 

এর আগে শনিবার (২৪ এপ্রিল) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক স্ত্রী, এক ছেলে ও ৬ মেয়ে, নাতিনাতনীসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এমএ মতিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh