দ্বিতীয় টেস্টেও খালেদা জিয়ার করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ০৩:১৫ এএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২১, ০৩:৫৭ এএম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বিতীয় দফায় করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন। শনিবার রাত ১টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়াকে পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা জানান।

ডা. সিদ্দিকী বলেন, শনিবার ম্যাডামের কভিড টেস্ট করা হয়েছিল। আগামী ৪-৫ দিনর মধ্যে আবার তার টেস্ট করা হবে। শারীরিক পরীক্ষার সবগুলো রিপোর্ট ভালো এসেছে। করোনার দ্বিতীয় সপ্তাহে যেসব জটিলতা দেখা দেয়, সেগুলো তিনি কাটিয়ে উঠেছেন। ম্যাডামের অবস্থা ভালো আছে, তার ফুসফুসেও কোনো জটিলতা নেই। আশা করা যাচ্ছে, আগামী ৫-৬ দিনের মধ্যে তিনি করোনা নেগেটিভ হবেন।

তিনি জানান, খালেদা জিয়া ছাড়াও বাসার তিনজনের করোনার দ্বিতীয় টেস্টেও রিপোর্ট পজিটিভ এসেছে। তবে অন্য পাঁচজনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

এর আগে রাত ১০টা ৫ মিনিটে ডা. এফ এম সিদ্দিকী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরীক্ষা করতে রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজায় যান।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি ছাড়াও তার বাসভবন ফিরোজার আরো ৮ জন ব্যক্তিগত স্টাফ আক্রান্ত হন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh