পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ ১৪ হাজারের বেশি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ০৪:০০ এএম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি হাসপাতাল পরিদর্শন করছেন। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি হাসপাতাল পরিদর্শন করছেন। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনার আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৮১ জন। এখন পর্যন্ত রাজ্যটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭ লাখ ২৮ হাজার ৬১ জন। এখন পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ হাজার ৮৮৪ জন।

এর মধ্যে কলকাতায় সবচেয়ে বেশি ২ হাজার ৯৭০ জন রোগী শনাক্ত হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ২ হাজার ৮২১ জন। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৮২২ জন, হাওড়ায় ৭৯৭ জন, পশ্চিম বর্ধমানে ৭৬৮ জন, হুগলিতে ৬২৩, পূর্ব বর্ধমানে ৪৫২ এবং পূর্ব মেদিনীপুরে ৩৪৬ জন রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে সুস্থ হয়েছে ৭ হাজার ৫৮৪ জন। পশ্চিমবঙ্গে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮১ হাজার ৩৭৫ জন। সুস্থতার হার ৮৭ দশমিক ৩৩ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh