প্রকৃতির কাছে জয়া আহসান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১০:১৬ এএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২১, ১০:২০ এএম

জয়া আহসান

জয়া আহসান

করোনাভাইরাসের কালো মেঘ সারাবিশ্বের আকাশেই। নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়েও ‘চারদিকে বিষণ্ণতা ও মৃত্যু’র কথা মনে পড়েছে অভিনেত্রী জয়া আহসানের। 

তবে এই মহামারিকে হারিয়ে জিতবে প্রাণশক্তি। এমন বিশ্বাসই তার মনে।

এই সময় প্রকৃতির মধ্যে শান্তি খুঁজে পাচ্ছেন জয়া। একগুচ্ছ গোলাপি শাপলায় খুঁজে নিয়েছেন অনেকটা আনন্দ। সেগুলোকে জড়িয়েই লেন্সবন্দি করেছেন নিজেকে। 


এই জয়া পর্দার নায়িকা নয়। এক্কেবারে ঘরের মেয়ে। মুখে নেই মেকআপের বাহুল্য। পরনে সবুজ রঙা শাড়ি। চুলগুলো এসে জড়ো হয়েছে সাদামাঠা বিনুনিতে। ছবির সাথে জুড়ে দিয়েছেন কবি বিনয় মজুমদারের ‘শাপলা’ নিয়ে লেখা একটি কবিতা।

অতি সাধারণ এই সাজেও এক চিলতে হাসিতে উজ্জ্বল অভিনেত্রী। পোস্টের মন্তব্য বিভাগে অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাকে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh