অবৈধ বালু উত্তোলনকারীর দেড় লাখ টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১১:১৭ এএম

অবৈধ বালু উত্তোলনকারীর দেড় লাখ টাকা জরিমানা করা হয়। ছবি: জামালপুর প্রতিনিধি

অবৈধ বালু উত্তোলনকারীর দেড় লাখ টাকা জরিমানা করা হয়। ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা নদী থেকে বলগ্রেড মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে আসলাম হোসেন নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার কুলকান্দি পাইলিং ঘাট হতে মুরাদাবাদ ও শশারিয়াবাড়ি ঘাট এলাকায় যমুনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওই এলাকায় যমুনা নদী থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় বালু দস্যুরা বলগ্রেড মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালান ইউএনও। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর অধীনে সংশ্লিষ্ট ধারায় আসলামকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নদী থেকে বালু উত্তোলন করা বেআইনি। এ অপরাধের দায়ে একজনকে দেড় লাখ টাকা জরিমানা ও বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়া হয়েছে। বালু উত্তোলন বন্ধে এ অভিযান চলমান থাকবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh